সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভিড়

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৭:৩৫

সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভিড়। ছবি : বাংলাদেশের খবর
সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন কুয়াকাটায় তেমন পর্যটক আসেননি। আবহাওয়া ভালো থাকায় কুয়াকাটায় আবারও পর্যটক আগমন করেছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের আনাগোনা দেখা গেছে।
পর্যটকরা সমুদ্র সৈকতে হইহুল্লা করে আনন্দ উপভোগ করছেন। কেউ সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ছেন, কেউ দলবেঁধে সাঁতার কাটছেন। আবার অনেকে স্মৃতিমুখর মুহূর্তের ছবি তোলায় ব্যস্ত। পর্যটকদের উপস্থিতিতে কুয়াকাটার রেস্তোরাঁ ও পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে স্বস্তি ফিরেছে।
ঢাকা থেকে আগত পর্যটক শহীদুল ইসলাম বলেন, সাগরের ঢেউ দেখে খুবই ভালো লাগছে। তবে সি-বিচের অবস্থা অত্যন্ত খারাপ। জিও ব্যাগগুলো এমনভাবে পড়ে আছে যে আমরা গোসল করতে ভয় পাচ্ছি। ঢেউয়ের তোরে অনেক জায়গায় গর্ত হয়েছে, যেখানে পড়ে অনেকে ব্যথা পাচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের সেবা দেওয়া ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। সাপ্তাহিক ছুটিতে পর্যটক বেড়ে যাওয়ায় তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সচেতন করা হচ্ছে।
জাকারিয়া জাহিদ/এমবি