Logo

সারাদেশ

মহেশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৭:৫৭

মহেশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে পুকুরে ডুবে আয়াত (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আয়াত ওই এলাকার বাসিন্দা এরশাদের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ছোট মহেশখালীতে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা এরশাদ জানান, আয়াতকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা অনেক খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে পায়ের চাপ  কাঁদা মাটিতে দেখে ওই দিকে যান তার মা। এ সময় সন্তানের লাশ দেখে মা কান্নাকাটি করলে স্থানীয় লোকজন এসে আয়াতের মরদেহ উদ্ধার করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, ছোট মহেশখালীতে পুকুরে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর