
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে পুকুরে ডুবে আয়াত (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আয়াত ওই এলাকার বাসিন্দা এরশাদের ছেলে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ছোট মহেশখালীতে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা এরশাদ জানান, আয়াতকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা অনেক খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে পায়ের চাপ কাঁদা মাটিতে দেখে ওই দিকে যান তার মা। এ সময় সন্তানের লাশ দেখে মা কান্নাকাটি করলে স্থানীয় লোকজন এসে আয়াতের মরদেহ উদ্ধার করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, ছোট মহেশখালীতে পুকুরে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
এমবি