চকরিয়ায় বিদ্যালয়ের মাঠ থেকে বালু লুটের প্রতিবাদে মানববন্ধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৮:২৩

চকরিয়ায় বিদ্যালয়ের মাঠ থেকে বালু লুটের প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের খেলার মাঠ থেকে বালু লুট ও বিদ্যালয়ের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় আদর্শ শিক্ষা নিকেতনের মালিকানাধীন পাহাড়িকা স্টেডিয়ামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান মুন্সি। এতে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চকরিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম মনজুর।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের সাবেক শিক্ষক বাহাদুল হক, খুটাখালী বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক শাহাবুদ্দিন আরমান, ব্যবসায়ী বেলাল উদ্দিন, স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবুল, সাবেক এমইউপি সদস্য আনোয়ার হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন জনু, হামিদুল হক, ইব্রাহীম, আব্দুল খালেক, আবদু শুক্কুর, সমাজপতি জসিমউদ্দিন, নারী নেত্রী রিপুনা সোলতানা, আমেনা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এ অঞ্চলের মানুষের মাঝে সুশিক্ষার প্রদীপ জ্বালানো একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন। এ বিদ্যালয়ের টাকায় ২০ বছর আগে ক্রয়কৃত প্রায় ৮ একর জায়গা জুড়ে ছিল কিশলয় পাহাড়িকা স্টেডিয়াম। বিগত সরকারের আমলে ওই মাঠের অনেকাংশ জায়গা দখল করে অবৈধ বসতি স্থাপন করেছে দখলদাররা। মাঠের অবশিষ্ট অংশ থেকে বৃহস্পতিবার রাতের আঁধারে দূর্বৃত্তরা বালু লুট করে নিয়ে যায়। ওই লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান মুন্সি জবরদখলকারীদের কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আর কাউকে এ মাঠ থেকে এক মুঠো বালু লুট করতে দেওয়া হবে না।
অনতিবিলম্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখলবাজ ও ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফেরাতে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান।
এমবি