Logo

সারাদেশ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৮:৫৪

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সৈকতের সী-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সামির (২৩) চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। তিনি পেশায় রেফ্রিজারেটর মেকানিক।

সীসেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিরের সঙ্গে থাকা বন্ধুদের বরাত দিয়ে লাইফগার্ড কর্মী বলেন, সকালে তারা চারজন কক্সবাজার আসেন। দুপুরের দিকে সৈকতে গোসলে নামেন। ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন সামির। পরে মুমূর্ষু অবস্থায় তাকে বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানিয়েছেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কক্সবাজার সৈকত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর