Logo

সারাদেশ

শেবাচিম হামলা : রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৯:২৮

শেবাচিম হামলা : রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) হামলা ও ভাঙচুরের ঘটনায় মহিউদ্দিন রনি ও নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। ছবি : বাংলাদেশের খবর

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ আগস্ট সকাল সাড়ে ১১টায় শেবাচিমের মূল ফটকের সামনে হাসপাতালের অধ্যক্ষ, পরিচালক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে মানববন্ধনে অংশ নেন। এসময় মহিউদ্দিন রনি, রাকিন আহমেদ, সুনান ইসলাম, সিফাত হোসেন, শামিম, আল মুসা, সিফা ইসলাম, দাইয়ান, কাফি, এইচএম আবুল খায়ের, নুরুন নাহার, সিয়াম ওরফে নেয়া ভাইসহ অজ্ঞাত ২৫-৩০ জন চাপাতি, লোহার পাইপ, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।

এতে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মণ্ডল, অফিস সহায়ক মো. পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা আক্তার ও লিফটম্যান শাকিল গুরুতর আহত হন। এছাড়াও মহিলা নার্স ও আয়াদের শ্লীলতাহানির কথাও উল্লেখ রয়েছে অভিযোগে।

ঘটনার সময় পথচারী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন ও জখমের হুমকি দিয়ে সরে যায়। আহতদের উদ্ধার করে শেবাচিমের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে মহিউদ্দিন রনি বলেন, হাসপাতালের স্টাফরা আন্দোলনরত ছাত্র-জনতা ও অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এখন উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আন্দোলন বানচালের চেষ্টা চলছে। পুলিশ সব জানার পরও তদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতভর আন্দোলনকারীদের গ্রেপ্তারের জন্য বাসায় বাসায় তল্লাশি চালিয়েছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর