Logo

সারাদেশ

লালমোহনে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:১৪

লালমোহনে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ভোলার লালমোহনে গাঁজাসহ যুবক গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

ভোলার লালমোহন উপজেলায় ১ কেজি গাঁজাসহ মো. সিরাজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া স্লুইজগেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজ চরফ্যাশনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের মৃত মকবুল আহমেদ ফরাজীর ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজ গাঁজা ব্যাগে করে নিয়ে যাচ্ছেন। পরে এসআই মো. আসাদুজ্জামান খান ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি ফোর্স তাকে গ্রেপ্তার করে। তার ব্যাগ তল্লাশী করে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

ওসি জানান, সিরাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত আদালতে পাঠানো হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর