Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় জমজমাট নারী ফুটবল ম্যাচে উপচে পড়া ভিড়

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩০

আলফাডাঙ্গায় জমজমাট নারী ফুটবল ম্যাচে উপচে পড়া ভিড়

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামে নারী ফুটবল ম্যাচকে ঘিরে দেখা গেল উৎসবের আমেজ। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত হয় নারী অনূর্ধ্ব–১৬ ফুটবল দলের প্রীতি ম্যাচ।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে মাইকিং করে খেলার খবর প্রচার করা হয়। হেলেঞ্চা ছাড়াও আশপাশের অন্তত ২০ গ্রামের মানুষ ম্যাচটি দেখতে ভিড় করেন।

দুপুর থেকেই দর্শনার্থীরা মাঠের গেটের সামনে জড়ো হতে থাকেন। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। অনেক দর্শক জায়গা না পেয়ে আশপাশের ভবনের ছাদ, টিনের চাল ও উঁচু গাছে উঠে খেলা উপভোগ করেন।

৬০ মিনিটের নির্ধারিত সময় শেষে ম্যাচটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে সাতক্ষীরা ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে লালমনিরহাট ফুটবল দলকে পরাজিত করে।

প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরজামাল খসরু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া হাসিবসহ অন্যরা।

আয়োজক কমিটির সদস্য মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘গ্রামের মানুষের কাছে ফুটবল এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই এ ধরনের আয়োজন আমাদের উৎসাহিত করে।’

প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘খেলাধুলা মানুষকে প্রাণবন্ত করে তোলে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।’

রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর