Logo

সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩৪

টাঙ্গুয়ার হাওরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শিশুর নাম মাসুম মিয়া (৫)। সে সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিলেট থেকে ১৫-১৬ জনের একটি দল পর্যটনে আসে। তারা ‘লালনতরী’ নামের একটি হাউসবোটে উঠে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিল। এ সময় তাহিরপুর উপজেলার ছিলানী গ্রামের সামনে নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় মাসুম। শিশুটিকে বাঁচাতে সঙ্গে সঙ্গেই তার বাবা পানিতে ঝাঁপ দিলেও তাকে উদ্ধার করতে পারেননি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা দীর্ঘ সময় তল্লাশি চালায়। প্রায় তিন ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুর বাবা কবির হোসেন বলেন, ‘একমাত্র সন্তানকে নিয়ে আনন্দ করতে টাঙ্গুয়ার হাওরে এসেছিলাম। কিন্তু এখন সন্তানের লাশ নিয়ে ফিরছি।’

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আব্দুল হালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর