Logo

সারাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪০

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুরের মতিউর রহমান (২৮) ও নীলফামারীর তৌহিদুল ইসলাম (২৫)। তারা আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে অনন্ত গ্রুপের একটি পোশাক কারখানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় যৌথ বাহিনী ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হবে।

হাসান ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার পোশাক খাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর