Logo

সারাদেশ

পিরোজপুরে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৫২

পিরোজপুরে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

ছবি : বাংলাদেশের খবর

পিরোজপুরে জেলা বিএনপি'র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আহ্বায়ক কমিটির ১নং সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামের প্রতীক। দোয়া মাহফিলে তার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মোনাজাত করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর