কয়রায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:১৪
-68a0058d28478.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খুলনার কয়রায় শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জুলাই শহীদ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মহারাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে শিমলার আইট ইসলামী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয় খুলনার কেএম ফুটবল একাডেমি।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ফুলতলা স্পোর্টিং ক্লাব। খেলায় কেএম ফুটবল একাডেমী ৫-০ ব্যবধানে জয়লাভ করে। প্রথম গোলদাতা হন হাফিজ এবং দ্বিতীয় গোল করেন পলাশ। সর্বোচ্চ চার গোল করে হাফিজ গোলদাতার পুরস্কার পান। সেরা খেলোয়াড় নির্বাচিত হন হারুন।
পুরস্কার বিতরণ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন শিমলার আইট ইসলামী যুব সংঘের সভাপতি হাফিজুর রহমান মন্টু। খেলাটি পরিচালনা করেন শফিকুল ইসলাম শফি এবং ধারাভাষ্য দেন সাতক্ষীরার আশরাফ হোসেন।
অনুষ্ঠানে খুলনা জেলা ও কয়রা উপজেলার জামায়াত ও যুব সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম/এআরএস