দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:৩৭
-68a00affd7482.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলে দোয়া, মিলাদ ও সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা জন্মদিনের দিন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য দোয়া করেছেন।
জয়পুরহাটে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম ও জেলা নেতৃবৃন্দসহ উপস্থিতরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
ময়মনসিংহের হালুয়াঘাটে আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স নির্বাচনের সফলতা ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি নেতা শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ৮০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয়রা বলেন, এ ধরনের কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি মজবুত করবে।
ঝালকাঠির নলছিটিতে বিএনপির নবীন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনের পাশাপাশি দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং অন্যান্য শিক্ষক ও নেতৃবৃন্দ খালেদা জিয়ার সুস্থতা ও দেশের জন্য অব্যাহত রাজনৈতিক ভূমিকার জন্য প্রার্থনা করেন।এআরএস