Logo

সারাদেশ

দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:৩৭

দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলে দোয়া, মিলাদ ও সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা জন্মদিনের দিন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য দোয়া করেছেন।

জয়পুরহাটে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম ও জেলা নেতৃবৃন্দসহ উপস্থিতরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

ময়মনসিংহের হালুয়াঘাটে আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স নির্বাচনের সফলতা ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি নেতা শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ৮০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয়রা বলেন, এ ধরনের কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি মজবুত করবে।

ঝালকাঠির নলছিটিতে বিএনপির নবীন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনের পাশাপাশি দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং অন্যান্য শিক্ষক ও নেতৃবৃন্দ খালেদা জিয়ার সুস্থতা ও দেশের জন্য অব্যাহত রাজনৈতিক ভূমিকার জন্য প্রার্থনা করেন।এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর