Logo

সারাদেশ

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১২:৫২

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় বাস কাউন্টারে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় বাস কাউন্টারে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) ভোররাতে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার চাটমোহর থানার হরিপুর মমিনপাড়া এলাকার মৃত রমজান কারীর ছেলে সজিব হোসেন (৩৫), নাটোরের সদর থানার কানাইখারী এলাকার মৃত আ. রহিমের ছেলে আব্দুল আওয়াল (৫০) ও বরিশালের কাজিরহাট থানার চর খাজুইরা এলাকার কবির মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৩০)। তারা উভয়ে আশুলিয়ার পলাশবাড়ীসহ বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার যথেষ্ট তথ্য ও সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হাসান ভুঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর