
বান্দরবানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন। ছবি : বাংলাদেশের খবর
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শত শত ভক্ত-অনুরাগী, নারী-পুরুষ, শিশু-কিশোররা ধর্মীয় সাজসজ্জায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজার মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল বিশ্বাসসহ স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও সজ্জনদের রক্ষার জন্য শ্রীকৃষ্ণ এ দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার জন্মতিথি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভক্তরা শুভ জন্মাষ্টমী পালন করছেন।
এর আগে শুক্রবার ধর্মসভা, গীতাপাঠসহ নানা ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। আগামী রোববার (১৭ আগস্ট) ভোরে নগর কীর্তনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ জন্মাষ্টমী উৎসব।
সোহেল কান্তি নাথ/এমবি