মেহেরপুরে সেনা অভিযানে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৩:৫১

ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমান আলী ওরফে ‘ইমান ডাকাত’ শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে তার বাড়ি ঘেরাও করে। পরে তল্লাশির সময় তার কাছ থেকে মার্কিন তৈরি একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও নাশকতাসহ ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ ইমান ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা ইমান ডাকাতকে আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছি।
আকতারুজ্জামান/এমবি