কুয়াকাটায় ধরা পড়ল বিশাল কোরাল, বিক্রি ৩৩৭৯০ টাকায়

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৪:২০

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮শ গ্রামের বিশাল কোরাল মাছ। ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮শ গ্রামের বিশাল কোরাল মাছ।
শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটা মাছ বাজারে এটি বিক্রি হয়। আলামিন নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
মাছটির প্রতি কেজি মূল্য ছিল ১ হাজার ৫৫০ টাকা। ফলে মাছটির মোট দাম দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৭৯০ টাকা। স্থানীয় খাঁন ফিশের মাধ্যমে মাছটি ক্রয় করেন হাসিব ফিশের স্বত্বাধিকারী মো. খলিল।
মাছটি দেখতে বাজারে ভিড় করেন অসংখ্য মানুষ। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। স্থানীয় জেলেরা জানান, এত বড় কোরাল মাছ সচরাচর ধরা পড়ে না। এ কারণে তারা বেশ আনন্দিত।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ বাংলাদেশের একটি দামী ও জনপ্রিয় সামুদ্রিক মাছ। কুয়াকাটার জেলেদের জালে মাঝে মাঝে বড় আকৃতির কোরাল ধরা পড়ে। এ ধরনের মাছ রপ্তানিতেও ভালো মূল্য পাওয়া যায়। স্থানীয় বাজারে বিক্রি হওয়ায় সাধারণ মানুষও মাছটি কাছ থেকে দেখতে পেয়েছে।
জাকারিয়া জাহিদ/এমবি