-68a06dbec2621.jpg)
লক্ষ্মীপুরে বন্ধুর একাডেমিক সনদ জালিয়াতি করে রূপালী ব্যাংকে চাকরি নেন নুরুল করিম। পরে লিখিত ও হলফনামার মাধ্যমে তিনি এই জালিয়াতির দায় স্বীকার করেছেন। বর্তমানে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
জানা যায়, সদর উপজেলার টুমচর ইউনিয়নের নুরুল করিম মোহাম্মদ ফারুক হোসেনের নাম ও সনদ ব্যবহার করে ২০১৪ সালের ২ নভেম্বর রূপালী ব্যাংক পিএলসি মান্দারি বাজার শাখায় অফিসার পদে যোগ দেন। পরে লক্ষ্মীপুর শাখায় সিনিয়র অফিসার পদে পদোন্নতি পান। চাকরির সময় তিনি ব্যাংক থেকে গৃহনির্মাণ বাবদ ৫৫ লাখ টাকা ঋণও নেন।
ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহের কারণে গঠিত তদন্ত টিম তার সনদ জালিয়াতি নিশ্চিত করে। এরপর দন্ডবিধির ৪০৬, ৪১৯, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা দায়ের করা হয়।
মূল সনদদারী ফারুক হোসেন নবীগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। তিনি জানিয়েছেন, নুরুল করিম তার সনদ চুরি করে চাকরি নিয়েছিলেন এবং পরে নিজেই দায় স্বীকার করেছেন। তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মাহির আসহাব জানান, নুরুল করিম সনদ জালিয়াতি ও ব্যাংক ঋণ নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, ব্যাংক কর্তৃপক্ষের মামলার তদন্তের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএইচএস