Logo

সারাদেশ

শেরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

Icon

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৮:৫৩

শেরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ছবি : বাংলাদেশের খবর

শেরপুরের ঝিনাইগাতীতে দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এবং দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা খোরশেদ আলমের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৫ আগস্ট) রাতে পেশাগত দায়িত্ব শেষে উপজেলার সমশচুড়া থেকে ফেরার পথে সন্ধাকুড়া বাজারে চা পানের সময় ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। 

খবর পেয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী সাংবাদিকের ছোট ভাই হুমায়ূন খাঁন অভিযোগ করেন, গোমড়া এলাকার একটি মাদক চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে খোরশেদ আলমকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সেই চক্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তারা এ হামলা চালিয়েছে বলে তাদের ধারণা।

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রশাসনের কাছে অনুরোধ করছি, এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

পরিবার সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে  জানান চিকিৎসকরা।

শান্ত শিফাত/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর