Logo

সারাদেশ

ঢাকা-সিলেট ৭ ঘণ্টার পথ এখন ১৮ ঘণ্টা, ক্ষুব্ধ সিলেটবাসী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৯:১৫

ঢাকা-সিলেট ৭ ঘণ্টার পথ এখন ১৮ ঘণ্টা, ক্ষুব্ধ সিলেটবাসী

ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের উন্নয়নকাজ দ্রুত শেষ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, উন্নয়নের জোয়ারে সারাদেশ এগিয়ে গেলেও সিলেট রয়ে গেছে বৈষম্য আর বঞ্চনার চক্রে।

শনিবার (১৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ হুঁশিয়ারি দেন।

এসময় বক্তারা বলেন, ২০২১ সালে মহাসড়ক উন্নয়নের কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা কার্যত স্থবির হয়ে আছে। ফলে ৬-৭ ঘণ্টার যাত্রা এখন ১২ থেকে ১৮ ঘণ্টায় গড়াচ্ছে। যানজট আর ধীরগতির কাজের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বক্তারা বলেন, ‘সারাদেশ উন্নয়নের মহাসড়কে ছুটলেও সিলেটবাসী এখনও অবকাঠামোগত দুরবস্থার শিকার। মহাসড়কের পাশাপাশি সিলেটের রেলপথও পড়ে আছে ব্রিটিশ আমলের ধ্বংসাবশেষে। প্রতিনিয়ত ইঞ্জিন বিকল, পুরোনো বগি আর বিলম্বে যাত্রীসেবা ভোগান্তির শেষ নেই।’

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ৬৫ শতাংশ আসে সিলেটের প্রবাসীদের কাছ থেকে। তবু সিলেটবাসী পায় না প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন। চা-শিল্প, খনিজ সম্পদ ও পর্যটনে সিলেট গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উন্নয়নের সুফল থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে।’

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অবিলম্বে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ শেষ না হলে এবং রেলপথকে যুগোপযোগী না করলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন সিলেটবাসী। তারা বলেন, রূপসী থেকে কাঁচপুর, বারৈচাবাজার থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত নিত্যদিন যানজট লেগেই থাকে। এতে পর্যটক ও স্থানীয়দের যাতায়াতে মারাত্মক ভোগান্তি হচ্ছে।’

বক্তারা বলেন, ‘সিলেটবাসী উন্নয়ন চায়, বৈষম্য নয়। মহাসড়ক দ্রুত শেষ করা ও যানজট নিরসন এখন সময়ের দাবি। তা না হলে সিলেটবাসী আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায় করবে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শিপলু। 

এসময় বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ চৌধুরী ও আকবর হোসেন মঞ্জু, মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সমাজসেবক এ এফ এম সাইফুদ্দিন শফিক, সিলেট বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, অ্যাডভোকেট তাজুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর