নারায়ণগঞ্জে ডাকাতির সময় হাতবোমা বিস্ফোরণে নিহত ১, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ২১:০১
-68a09d486f991.jpg)
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে আরও দুই ডাকাত আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
শনিবার (১৬ আগস্ট) সকালে ডাকাতরা মেঘনা নদীর পথে নৌপথে এসে কলাগাছিয়া এলাকায় বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে সাত থেকে আট জনের একটি ডাকাত দল মেঘনা ও শীতলক্ষ্যা নদীর মধ্যবর্তী এলাকায় তীরে ট্রলার থামিয়ে কলাগাছিয়া বাজারে আসে। পরে তারা বাজারের দোকান ও বাড়িঘরে প্রবেশ করলে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করলে এক ডাকাত হাতবোমা ছুড়ে, যা নিজে বিস্ফোরণে আহত হন। আহত অবস্থায় তিনি নদীতে পড়ে পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, ডাকাতরা পরিকল্পিতভাবে গ্রামে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে গ্রামবাসী পুলিশকে জানিয়ে না নিয়ে বেআইনিভাবে গণপিটুনি দেওয়াকে সমীচীন নয় বলে উল্লেখ করেছেন। পুলিশ ডাকাত দলের পালিয়ে যাওয়া সদস্যদের গ্রেপ্তারসহ সংঘবদ্ধ বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে।
এমএইচএস