Logo

সারাদেশ

ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে গ্যাস থাকবে না আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:৪০

ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে গ্যাস থাকবে না আজ

ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে রোববার সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (১১ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে রাজধানীর জুরাইন, ধোলাইরপাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাসের সংযোগ থেকে বঞ্চিত থাকবেন।

তিতাস আরও জানিয়েছে, আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। এজন্য ভোগান্তির শিকার হওয়া গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ডিআর/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তিতাস গ্যাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর