Logo

সারাদেশ

শেরপুরে ভ্যান উল্টে দাদা-নাতি নিহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১১:০৯

শেরপুরে ভ্যান উল্টে দাদা-নাতি নিহত

শেরপুর চিরাই কাঠবোঝাই ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা ও নাতি নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হালগড়া গ্রামের মোজাম্মেল হক (৪২) ও তার নাতি হোসাইন আহমেদ (১১)।

স্থানীয়রা জানায়, দাদা-নাতি হালগড়া যাওয়ার পথে ভ্যানে ছিলেন। দাদা মোজাম্মেল ভ্যানের একপাশে বসা ছিলেন, আর ভ্যানটি চালাচ্ছিল তার নাতি হোসাইন। বেলতলী বাজারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে যায়। ঘটনাস্থলেই হোসাইন মারা যান। গুরুতর আহত মোজাম্মেলকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, চিরাই কাঠ বোঝাই করে ব্যাটারিচালিত ভ্যানে সদরের হালগড়া যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল দাদা-নাতি। এসময় ভ্যানের একপাশে দাদা মোজাম্মেল বসা ছিলেন। আর ভ্যান চালাচ্ছিল তার নাতি হোসাইন। পথিমধ্যে বেলতলী বাজারের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হোসাইন মারা যান। গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা খুব মর্মান্তিক ঘটনা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. শাহরিয়ার শাকির/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর