কলাপাড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩

পটুয়াখালীর কলাপাড়ায় মো. লোকমান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় মো. লোকমান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহত লোকমান দীর্ঘদিন ধরে পাখিমারা বাজারে একটি টেইলার্সের দোকান পরিচালনা করতেন। প্রতিদিনের মতো দোকান শেষ করে তিনি বাসায় ফেরেন। সন্ধ্যায় স্বজনরা ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তাকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখেন। বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা বলছেন, লোকমান শান্ত স্বভাবের ও পরিশ্রমী ছিলেন। তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
জাহিদ/এমবি