Logo

সারাদেশ

ক্রিকেট ব্যাটে লুকিয়ে ইয়াবা বহন, আটক ২

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৪:০৭

ক্রিকেট ব্যাটে লুকিয়ে ইয়াবা বহন, আটক ২

ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় কক্সবাজার বিমানবন্দর থেকে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্ক্যানার মেশিনে ইয়াবা শনাক্ত হওয়ার পর তাদের আটক করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, আটক দুজন হলেন মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের কাছ থেকে পাঁচ হাজার একশো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০টা ৫০ মিনিটের ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা যাওয়ার কথা ছিল তাদের। তবে চেকিংয়ের সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ৮ এপিবিএনের সদস্যরা তাদের আটক করে।

অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, আটক দুইজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর