
ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় কক্সবাজার বিমানবন্দর থেকে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্ক্যানার মেশিনে ইয়াবা শনাক্ত হওয়ার পর তাদের আটক করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, আটক দুজন হলেন মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের কাছ থেকে পাঁচ হাজার একশো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০টা ৫০ মিনিটের ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা যাওয়ার কথা ছিল তাদের। তবে চেকিংয়ের সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ৮ এপিবিএনের সদস্যরা তাদের আটক করে।
অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, আটক দুইজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএইচএস