Logo

সারাদেশ

শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৪:০৯

শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রহিজ আলী (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের গোসিংগা বাস স্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিজ আলী গোসিংগা গ্রামের ফজর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাস স্ট্যান্ডের পাশে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রহিজ আলী। এসময় শ্রীপুরগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর