Logo

সারাদেশ

চকরিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে গুলিতে নিহত ১

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:৫১

চকরিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে গুলিতে নিহত ১

ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মৎস্য জোন খ্যাত ঘের পল্লীতে দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের রাবার ড্যাম রামপুর আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শেকাব উদ্দিন (৪০)। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা, মঞ্জুর আলমের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মাছের ঘের দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর