জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোটার তালিকা প্রকাশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:১৬
-68a1ac1aa542d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ১৫টি ইউনিটে ১ হাজার ৫শ ১৫ জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। স্বচ্ছ নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য জামালপুর জেলা বিএনপি গঠিত নির্বাচন কমিশন এ তথ্য জানায়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বাদশা, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুসহ অন্যান্য সদস্যরা বক্তব্য দেন। তারা জানান, ১৬ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ আগস্ট এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রায় ৯ বছর পর অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মেহেদী হাসান/এআরএস