হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি, দাম কমল

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:২৪
-68a1ade425723.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম ৭৫ টাকায় থেকে কমে ৬৫ টাকায় নেমেছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, প্রতিটি প্রতিষ্ঠান ৩০ টন করে আমদানির অনুমতি পেয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠানগুলো হলো— সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়।
আমদানিকারক নুর ইসলাম বলেন, ‘৩০ টন করে অনুমতি খুবই সীমিত, যা একটি ভারতীয় ট্রাকের সমান। আগে এখানে ২ হাজার থেকে ৫ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো।’
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৩ মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হয়েছিল।
মো. লুৎফর রহমান/এআরএস