Logo

সারাদেশ

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:৪৯

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) সকালে বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডের পাশে কুলিয়ারচর রোডে দ্রুতগামী একটি লড়ি ট্রাকের ধাক্কায় জয়নাল (২৫) মারা যান। তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে যান। কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাম্মী আক্তার জানান, মাত্র ৭ মাস আগে জয়নাল চাকরিতে যোগ দিয়েছিলেন এবং তিন মাস আগে বিয়ে করেছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়, ছোট ভাই প্রবাসে আছেন। দুর্ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর