আলফাডাঙ্গায় যুবলীগ নেতা সবুজ মিয়া গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৩
-68a1b4b2ea599.jpg)
ছবি : সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় সবুজ মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় উপজেলার বিদ্যাধর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৭ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে। সবুজ মিয়া ওই এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে।
আলফাডাঙ্গা থানা সূত্র জানায়, চলতি বছরের ১৮ জানুয়ারি বিএনপির সমর্থক লাভলু সর্দার ১৭০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সবুজ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়।
সবুজ মিয়ার বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর হামলা, হত্যা চেষ্টা, বাড়িঘর লুটপাটসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে এক মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা সবুজ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
রাকিব/এআরএস