কাউখালীতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ফ্রি চিকিৎসা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৭
-68a1b58ecbd0d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরের কাউখালীতে নীলতি সম্মিলিত মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে, প্রাক্তন ছাত্র ব্যাংকার জিহাদুল ইসলাম তুহিনের ব্যবস্থাপনায় দিনব্যাপী ক্যাম্প উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল, প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা অধ্যাপক রুস্তুম আলী তালুকদারের ছেলে আবুল কালাম আজাদ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক ও চর্ম ও যৌন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ রেবেকা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও প্রাক্তন ছাত্র জিহাদুল ইসলাম তুহিন, বিএনপি নেতা মনিরুল ইসলাম শাহীন, তারিকুল ইসলাম পান্নু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক মাসুম বিল্লাহ, শিক্ষক নেতা জাকিয়া খানম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, অধ্যাপক ডা. রেবেকা সুলতানা প্রতিবছর নীলতি গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রোগী দেখেন ও সামর্থ্য অনুযায়ী ওষুধ বিতরণ করেন।
সৈয়দ বশির আহ্ম্মেদ/এআরএস