Logo

সারাদেশ

শ্রীপুরে কারখানার প্রাচীর ধসে শ্রমিক নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:০১

শ্রীপুরে কারখানার প্রাচীর ধসে শ্রমিক নিহত

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার সীমানা প্রাচীর ধসে বেলাল হোসেন (৩৪) নামে এক গার্মেন্টস শ্রমিক মারা গেছেন। রোববার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে বেড়াইদেরচালা তকওয়া ফেব্রিকস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিক নাটোরের গরুদাসপুর থানার নৌপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রাচীর ধসের সময় তিনি কারখানায় যাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিকদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শফি কামাল জানান, সীমানা প্রাচীরটি ৩-৪ মাস আগে নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানরতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে; আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর