Logo

সারাদেশ

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:০৭

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়ের হত্যার প্রধান আসামি আলামিন (২১) ও তার বড় ভাই আকাশ (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে তাদের চট্টগ্রামে বোনের বাসা থেকে আটক করা হয়। হত্যার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।

শনিবার (১৬ আগস্ট) পঞ্চগড় আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই ঘটনায় ইতিমধ্যে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।

মামলার বিবরণ অনুযায়ী, ৬ আগস্ট রাত ৯টার দিকে জয়কে পূর্ব শত্রুতার জেরে আলামিন ও সহযোগীরা ঘিরে ধরে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে রংপুরে নেওয়ার পথে মৃত্যু হয়।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, হত্যাকাণ্ডের পর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু হয়।

এসকে দোয়েল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল গ্রেপ্তার হত্যা / খুন ছাত্রলীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর