---2025-08-17T170527-68a1b862c76d1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনীর জয়নাল হাজারী কলেজে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিএনপি নেতাদের উপস্থিতিতে কলেজ গভর্নিং বডির সভায় সর্বসম্মত ভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল-১১ ঘটিকায় অধ্যক্ষের কার্যালয়ে গভর্নিং বডির ২২তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর এম.এ. খালেক।
কলেজের অধ্যক্ষ মো. এনামুল হকের পরিচালনায় উপস্থিত গভর্নিং বডির সদস্যগণ ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাত্রদলের সভাপতি সালাউদ্দীন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে অত্র কলেজ ক্যম্পাসে সকল ছাত্র-ছাত্রী সকল প্রকার দলীয় রাজনীতি করতে পারবেনা। এবং এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে মর্মে সর্বম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্প্রতি ছাত্রদল সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করলে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে সাধারণ শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দেয়। এ নিয়ে টানটান উত্তেজনার মধ্যে কলেজটিকে রাজনীতিমুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই ছাত্ররাজনীতির ওপর কঠোর নিষেধাজ্ঞায় থাকা ফেনীর ঐতিহ্যবাহী জয়নাল হাজারী কলেজে দীর্ঘ বছর পর গত ১১ আগস্ট প্রার্থীতা ফরম বিতরণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছিল।
- এম. এমরান পাটোয়ারী/এমআই