Logo

সারাদেশ

দীর্ঘ বিরতির পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:১৪

দীর্ঘ বিরতির পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হিলি বন্দরে প্রবেশ করে ভারত থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক, যা মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের প্রতিষ্ঠান আমদানির জন্য পাঠিয়েছে। ট্রাকটিতে প্রায় ৩০ টন পেঁয়াজ ছিল।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। আমদানি বৃদ্ধি পেলে বাজারে দাম আরও কমে আসবে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।’

উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ হিলি বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল। বর্তমানে হিলি বন্দরের পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানি করার অনুমতি দিয়েছে সরকার।

মো. লুৎফর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আমদানি-রপ্তানি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর