Logo

সারাদেশ

সখীপুরে কলেজছাত্রকে ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:২৫

সখীপুরে কলেজছাত্রকে ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র সবুজের ওপর ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার তালতলা চত্বরে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে এ বিক্ষোভে অংশ নেন আহত সবুজের মা কবুরী বেগম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি নূরুল ইসলাম, ছাত্রনেতা জিহানসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, গত ১২ আগস্ট ফাইনাল ফুটবল খেলায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি রাতুল, আসিফ, সাকিবসহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ সবুজকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে।

আহত সবুজ বর্তমানে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মা অভিযোগ করেন, থানায় মামলা করেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরদিন রাতুল, আসিফ, সাকিবসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। একইদিন রাতুলকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

মুহাম্মদুল্লাহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর