Logo

সারাদেশ

ফরিদপুরে ভুয়া তথ্যে ‘সাহসী সাংবাদিক’ সম্মাননা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:৪১

ফরিদপুরে জুলাই আন্দোলনে ভুয়া তথ্যের মাধ্যমে ‘সাহসী সাংবাদিক’ সম্মাননা প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে স্থানীয় সাংবাদিকরা।

রোববার (১৭ আগস্ট) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ৩ আগস্টের সম্মাননা প্রদানকে অবৈধ ও অসংগতিপূর্ণ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান।

সম্মাননা তালিকায় ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামী শেখ ফয়েজ আহমেদ এবং চরভদ্রাসনের ইমরান হোসাইন (জিটিভি স্টাফ রিপোর্টার পরিচয়) অন্তর্ভুক্ত ছিলেন।

বক্তারা দাবি করেন, ছাত্র জনতার ওপর হামলার মামলার আসামীকে গ্রেপ্তার করা হোক এবং ভুয়া তথ্যের ভিত্তিতে প্রদত্ত সম্মাননা বাতিল করা হোক।

অপূর্ব অসীম/এআরএস/ওকেআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর