Logo

সারাদেশ

চিংড়ির ঘের নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে নিহত ১

Icon

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:৪২

চিংড়ির ঘের নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে নিহত ১

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

কক্সবাজারের চকরিয়া উপজেলায় উপকূলীয় চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শেকাব উদ্দিন (৪০) নামের একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি সাহারবিল ইউনিয়নের রামপুর বক্সিপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে।

শনিবার (১৬ অিাগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন প্রকল্প এলাকায় (চিরিংগা রাবার ড্যামের পাশে) এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর আবাসন প্রকল্প এলাকার ২২ একর বিশিষ্ট একটি মৎস্য ঘের নিয়ে ঘোনা এলাকার সক্রিয় দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। রাতের ওই সময়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়, এতে শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, ‘ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শেকাব উদ্দিন হত্যাসহ একাধিক মামলার আসামি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার আক্রোশে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।’

  • মুহাম্মদ তৌহিদুল ইসলাম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর