লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:৪৭
-68a1c1365e585.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি। রোবাবার (১৭ আগস্ট) জেলা সদরের খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ৭ শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এসময় তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই এলাকার মানুষ আর ত্রাণের জন্য নির্ভরশীল থাকবে না। প্রাথমিক কাজ জানুয়ারি মাসে শুরু হবে এবং সরকারে গেলে আমরা কাজটি ত্বরান্বিত করব।’
ত্রাণ বিতরণে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ফারুক আহমেদ প্রামাণিক, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপি জানিয়েছে, বন্যার্তদের মাঝে এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
রাহেবুল ইসলাম টিটুল/এআরএস