Logo

সারাদেশ

চরফ্যাসনে মসজিদে যাওয়ার পথে বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়েছে সন্ত্রাসীরা

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৮:১৩

চরফ্যাসনে মসজিদে যাওয়ার পথে বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম খন্দকারকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

এ সময় তার সঙ্গে থাকা চর মানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরও সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

রোববার (১৭ আগস্ট ) দুপুরে দক্ষিণ আইচা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল করিম বাজারে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আবু তাহেরকে নিয়ে মোটরসাইকেল যোগে মসজিদে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রু আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে আঘাত করেন। আবু তাহের তাকে রক্ষা করতে গেলে তাকে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, রেজাউল করিম জনপ্রিয় নেতা হওয়ায় তাকে রাজনীতি থেকে দূরে সরানোর উদ্দেশ্যে হামলা করা হয়েছে।

চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন বলেন, প্রকাশ্য দিবালোকে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারী আবুল হোসেনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাজারের পরিস্থিতি এখন শান্ত। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

ফাহিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর