Logo

সারাদেশ

বরিশালে স্বাস্থ্য সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৮:৪৬

বরিশালে স্বাস্থ্য সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

সরকারি হাসপাতালের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা।

রোববার (১৭ আগস্ট) দুপুরের দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভ শেষে ফিরে যাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘উসকানিদাতাদের’ প্ররোচনায় এই হামলা চালানো হয়েছে। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে, হামলায় চিকিৎসক ও কর্মচারীরা আহত হওয়ার ঘটনায় হাসপাতালের পক্ষ থেকেও কঠোর অবস্থান জানানো হয়েছে। তারা বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। দাবি পূরণ না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর বলেন, ‘ঘটনার পর সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আগামীকাল একটি সভা আহ্বান করা হয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইমদাদুল হোসেন বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

উল্লেখ্য, গত ২১ দিন ধরে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর