সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই ভাই গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:১৫
-68a1d5ec1222d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ফেনীর সোনাগাজী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করে রোববার (১৭ আগস্ট) দুপুরে আদালতে সোপর্দ করেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ৮ আগস্ট রাতে রাকিবুলসহ দুজন কৌশলে ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। এরপর তার হাত-পা-মুখ বেঁধে সোনার এক জোড়া দুল, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও তিন হাজার টাকা লুট করেন। এ সময় তাকে মারধর করার পর ধর্ষণ করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাকিবুল ইসলাম সোহাগ (২৬) ও তার ছোট ভাই মনোয়ারুল ইসলাম শিমুল (২২)। রাকিবুল এ মামলার এজাহারভুক্ত আসামি। মনোয়ারুলের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, ‘ধর্ষণ মামলার প্রধান আসামি ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
এআরএস