শিবগঞ্জে বিধবার টিনের ঘরে অগ্নিকাণ্ড, সব আসবাবপত্র পুড়ে ছাই

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:৪০
-68a1dbdd09a6b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পশ্চিমপাড়া গ্রামের বিধবা পারভীন বেওয়ার টিনের ঘরে শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও বাড়ির বেড়া ও চালের টিনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পারভীন বেওয়ার বোন নারগিছ বেগম জানান, সংসার জীবনে তিনি অনেক কষ্ট করেছেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী জিন্নাহ মারা গেছেন।
তাদের তিন মেয়ে রয়েছে, যারা ইতিমধ্যে বিয়ে হয়েছে। পারভীন বর্তমানে বাবার বাড়িতে বসবাস করছেন এবং মেয়েদের সহযোগিতায় জীবনযাপন করছেন।
ঘটনার সময় ঘরে ঢুকতে না পেরে পারভীন বেওয়া কান্নায় ভেঙ্গে পড়েন। তার ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আলমারি, খাট, খাবারের চাল, টাকা ও পোশাকসহ সবকিছু পুড়ে যায়।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আব্দুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে রাস্তা সংকীর্ণ হওয়ায় গাড়ি নিয়ে পৌঁছানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে সাবেক এমপি ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান নেতাকর্মীদের নিয়ে বিধবার পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন। তিনি কিছু নগদ অর্থ প্রদান করেন এবং সংগঠন থেকে সহযোগিতার আশ্বাস দেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আগুনে নিঃস্ব বিধবার পাশে প্রশাসন দাঁড়াবে এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করা হবে।
নুসরাত জাহান /এআরএস