Logo

সারাদেশ

বগুড়ার খালে মাছ ধরতে গিয়ে মিলল ৪টি হ্যান্ড গ্রেনেড

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:৪৯

বগুড়ার খালে মাছ ধরতে গিয়ে মিলল ৪টি হ্যান্ড গ্রেনেড

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া শহরের বারপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি খাল থেকে ৬টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) বিকেলে বারখি নামের ওই খাল থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে খালের আশপাশের এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে।

স্থানীয় বাসিন্দা মানিক জানান, দুপুরে পরিবারের দুই সদস্য নিয়ে বারখি খালে মাছ ধরতে আসেন। খালের পানি নিষ্কাশনের সময় একটি পাতিলে দুই দফায় দুইটি করে মোট চারটি গ্রেনেড উদ্ধার হয়। পরে তারা সদর থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডগুলো সংগ্রহ করে।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, সেনা সদস্যরা ঘটনাস্থলে পুনরায় অভিযান চালালে আরও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

তিনি বলেন, বগুড়া সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে গ্রেনেডের বিষয়ে বিস্তারিত জানাবে।

ঘটনাস্থল যৌথ বাহিনী ঘিরে রেখেছে এবং এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জুয়েল হাসান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর