কুমিল্লায় লাইসেন্সবিহীন এনআইসিইউতে অতিরিক্ত চার্জ, রোগীর স্বজনের ক্ষোভ

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:৫৭
-68a1dface48a3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার বেসরকারি কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টারের এনআইসিইউ বিভাগে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর জানিয়েছেন, এনআইসিইউ বিভাগটি লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে।
স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, রোগী ভর্তি হওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ বলা হলেও ছাড়পত্রের সময় সেই অঙ্ক কয়েকগুণ বেড়ে যায়। এমনকি রোগীর প্রয়োজন না থাকা সত্ত্বেও কিছু রিপোর্ট বিলের তালিকায় সংযুক্ত করা হয়েছে।
একজন রোগীর স্বজন বলেন, ‘শুরুতে বলা হয়েছিল অল্প টাকায় চিকিৎসা হবে, কিন্তু পরে ৩৬ হাজার টাকা বিল ধরিয়ে দেওয়া হয়। কারণ জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট কোনো উত্তর দেয়নি।’
হাসপাতালের পরিচালক আবদুল আউয়াল অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, রোগীর প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করা হয় এবং বিলও সেই অনুযায়ী নির্ধারিত। তবে রোগীর স্বজনরা হাসপাতালের দেওয়া আইটেমাইজড বিল দেখতে পারেননি।
ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর জানান, নতুন ফর্ম্যাট অনুযায়ী সকল এনআইসিইউকে অনুমোদন নিতে হবে। তিতাস মেডিকেল সেন্টারের এনআইসিইউ লাইসেন্স থাকলেও নতুন ফর্ম্যাটে অনুমোদন নেই।
কুমিল্লা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেছেন, বিষয়টি তদন্তের পরে প্রমাণিত অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এই ধরনের ঘটনার দ্রুত প্রতিকার এবং বেসরকারি হাসপাতালগুলোর উপর নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টারের বিরুদ্ধে ২০২৩ সালের ১৬ আগস্ট নবজাতক হত্যা ও প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগে চেয়ারম্যান ও পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম মেহনাজ রহমান।
এআরএস