চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:২৩
-68a28eb2055c7.jpg)
চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) ভোরে আকবর শাহের সিটিগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৪টা ৫৫ মিনিটে আকবর শাহ থানা এলাকার সিটিগেটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ভোর ৫টা ৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার তৎপরতায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিআর/এমবি