Logo

সারাদেশ

নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:১৭

নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নিহত যুবক। ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর ইমরান সিকদার (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর থেকে স্থানীয়রা তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

নিহত ইমরান সিকদার কুশংগল ইউনিয়নের মানপাশা গ্রামের ইউনুচ সিকদারের ছেলে। 

পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, ইমরান রোববার (১৭ আগস্ট) সকাল নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তারা জানান, ইমরান কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

  • মো. শাহাদাত হোসেন মনু/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর