-(95)-68a3079f3aed6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর মান্দা উপজেলায় ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা চত্বরে একটি র্যালি বের হয়। র্যালির সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপংকর পালের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন- মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. একরামুল বারী টিপু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুজ্জামান, জুলাই আন্দোলনে আহত সক্রিয় ছাত্র নাহিদ হাসান, সফল মৎস্যচাষি আব্দুস সালাম, আব্দুল কুদ্দুস পরামানিক, জুয়েল রানা, নূরনবীসহ অন্যান্য স্থানীয় বিশিষ্টজনরা।
- এম এ রাজ্জাক/এমআই