জয়পুরহাটে অবৈধভাবে মজুতকৃত ১৯০ বস্তা সার জব্দ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:২০
-(98)-68a30c97d2715.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ ও পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা এলাকার সবুজ কৃষি ভাণ্ডারের গুদাম থেকে এসব সার উদ্ধার করা হয়।
পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, সবুজ কৃষি ভাণ্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদ দাস গোপনে তার গুদাম থেকে নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ বাজারের এক দোকানে সার সরবরাহ করছিলেন। সারের কোনো মেয়াদ ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাসবাগুড়ি জিয়ার মোড় এলাকায় ভ্যানে থাকা ১২০ বস্তা সার জব্দ করা হয়। পরে গুদামে আরও ৭০ বস্তা সার পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ২০২২ সালে প্যাকেজিং করা এসব সার কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। আমরা সবগুলো সার জব্দ করে থানায় জমা দিয়েছি।
এ বিষয়ে পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন বলেন, ‘জব্দকৃত সার থানায় রাখা হয়েছে। তবে মালিককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
- মাহফুজ রহমান/এমআই