শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৪৫
-(100)-68a3124334a39.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে রিয়াদুল ইসলাম রিয়াদ (১৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেলপথের বরমী ইউনিয়নের সাতখামাইর গাড়ারণ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদুল ইসলাম রিয়াদ ময়মনসিংহের নেত্রকোনার পাইকপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় ভাড়া বাসায় থেকে কিশোরগঞ্জের একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর থেকে রিয়াদ রেললাইনের পাশে ঘুরাঘুরি করছিল। বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি গাড়ারণ এলাকায় পৌঁছালে এ সময় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রিয়াদ। মুহূর্তেই রিয়াদ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার নিথর দেহের পাশে একটি মানিব্যাগ পড়ে ছিল। ঘটনাটি জানাজানি হলে তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান, রিয়াদ খুব মেধাবী ছাত্র ছিলেন। সে একজন কোরআনের হাফেজ। দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে বেশ চাপে ছিলেন। রোববার রাতে থেকে রিয়াদ নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। কি কারণে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমানের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।’
- আতাউর রহমান সোহেল/এমআই